বিদ্যালয়টিতে ২টি ভবন রয়েছে। ১টি ২০১২-১৩ অর্থ বছরে নির্মিত। যাহা ৪ কক্ষ বিশিষ্ট পাঁকা দালান। অপরটি ১৯৯৪ সালে নির্মিত আধা পাকা টিনের চালে নির্মিত। যাহা বর্তমানে ঝড়ার্জিণ অবস্থায় আছে। শিক্ষক সংখ্যা ৪ চার জন। কর্মরত ০৪ জন। সীমানা প্রাচীর আছে। বর্তমান সনে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫০০ জন।
১৯৯৪ ইং সনে পাবই গ্রামে পাবই বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি এলাকাবাসী নিজস্ব প্রচেস্টায় চালু হয়। ১৯৯৫ইং সনে তা পাবই কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় নাম করনে সরকারের পৃষ্ঠ পোষকতায় আসে। ২০১২ সালে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষনায় নতুন জাতীয় করন কৃত বিদ্যালয়ের আওতায় আসে এবং সে মোতাবেক ২০১৩ সালের ১লা জানুয়ারী থেকে বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ সরকারী সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করছেন।
আপলোড করা হবে
৬০
আপলোড করা হবে
আপলোড করা হবে
আপলোড করা হবে
আপলোড করা হবে
আপলোড করা হবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস